এসো হালখাতা, ক্যালেন্ডার, বেদনা, মিষ্টি
পয়লা বৈশাখ একটা ঝকঝকে দিন। এদিন রোদ ওঠে ঝলমলে, বাইরে প্রাণ জুড়িয়ে যাওয়া হাওয়া, পাখিরাও যেন বেশি মিষ্টি সুরে ডাকছে! ভোর ভোর ঘুম ভাঙিয়ে দিতে চাইছে আপনার! চৈত্র সংক্রান্তির পরের দিন, মানে গাজন সন্ন্যাসীদের আত্মপীড়নের পরের সকালে আপনি হঠাৎই অনুভব করছেন— বিষাদজনিত দুনিয়ার ক্লান্তি ভ্যানিশ করে গেছে! যেন ঘুমিয়ে ছিলেনRead More →