হারিয়ে যাওয়া চুনারুরা
2023-04-24
যখন কলকারখানা গড়ে ওঠেনি, তখনও কিন্তু মানুষের বসতবাড়ি থেকে রাজপ্রাসাদ, বিভিন্ন ধর্মীয় স্থাপত্য তৈরি হয়েছে। তখন ছিল না সিমেন্ট। তখন ছিল চুন-সুরকির গাঁথনি। আর এই চুন তৈরির কাজে যুক্ত ছিলেন একদল মানুষ, যাঁরা পরিচিত ছিলেন “চুনারু” নামে। রাঢ়-বাংলার বিভিন্ন স্থানে একসময় ছিল চুনারুদের চুন তৈরির কারবার। সাধারণত চার প্রকার চুনRead More →