ক্রেতা সেজে পাচারকারীদের টোপ, ফাঁদে পা দিয়ে হাতির দাঁত-সহ পুলিশের জালে ৭
2020-10-18
পুজোর মুখে বাগুইআটি থানার সহযোগিতায় জ্যাংরা থেকে দুটি হাতির দাঁত-সহ ৭ জনকে গ্রেপ্তার করল বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরো। অনুমান, বেঙ্গালুরু থেকে কলকাতায় (Kolkata) আনা হয়েছিল দাঁতদুটি। যার আনুমানিক বাজার দর ৩০ লক্ষ টাকা। জানা গিয়েছে, কিছুদিন আগেই বনদপ্তরের ক্রাইম কন্ট্রোল ব্যুরোর কাছে খবর যায়, বাগুইআটির জ্যাংরায় রয়েছে বহুমূল্য হাতির দাঁত।Read More →