স্বামীজি আদ্যন্ত সাম্যবাদী । সমাজতান্ত্রিক চিন্তাচেতনায় সম্পৃক্ত হওয়ার কারণেই পয়লা মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। কিন্তু তাত্ত্বিক সমাজতন্ত্রীরা, বামপন্থীরা কি তাঁকে সাম্যবাদী আখ্যা দেন? দিলে ভারতীয় কমিউনিস্ট পার্টি (বিবেকানন্দবাদী) নামে একটা বামদল গড়ে উঠতো। ওঠে নি।
2022-05-01
ধর্ম আফিম, তাই ধর্মের সঙ্গে যুক্ত কাউকে বামপন্থীরা মানতে নারাজ। কিন্তু এখানে ‘ধর্ম’ বলতে কেবলমাত্র ‘হিন্দুধর্ম’-ই পড়তে হবে। অন্য ধর্মের নেতাদের জন্য এই নিয়ম নয়। সেখানে শিখধর্মী হরকিষেণ সিং সুরজিৎ সহ বহু মুসলমান নেতাদের নাম একে একে চলে আসবে। কিন্তু হোপ-৮৬ খ্যাত সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেলেই মস্ত বড় অপরাধ হয়েRead More →