স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবীশহীদ দীনেশচন্দ্র মজুমদার (জন্মঃ- ১৯০৭ – মৃত্যুঃ- ৯ জুন, ১৯৩৪)(সংসদ বাঙালি চরিতাভিধান অনুযায়ী)
2022-06-09
বিপ্লবী অনুজাচরণ সেনের মাধ্যমে যুগান্তর বিপ্লবী দলে যোগদান করেন দীনেশচন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘা যতীনের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থানের সময় বালেশ্বরের গুপ্ত ঘাঁটির পরিচালক শৈলেশ্বর বোস যক্ষ্মা রোগে আক্রান্ত হলে অনুজাচরণ রাত জেগে সেবা করেন। এরপর দলনেতার নির্দেশে তিনি বগুড়া ও দক্ষিণ চব্বিশ পরগণায় বিপ্লবী সংগঠনের কাজে বর্তী হন। লাঠি খেলারRead More →