আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। রাত পোহালেই ভোরবেলা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে এই বাণী। মহালয়াকে কেন্দ্র করে বাঙালির আবেগ চোখে পড়ার মতো। শিউলি ফুলের গন্ধ, পেঁজা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ আর সাদা কাশফুল জানান দেয় মা আসছে। আগাম বার্তা দেয় মহালয়া। দেবীপক্ষের সূচনা হয় মহালয়ারRead More →