ভারতের সেনা চৌকির আসেপাশে ট্যাঙ্ক মোতায়েন চিনের
2021-01-05
বছর পেরোলেও চিনের অভ্যেস বদলাইনি। ভারতীয় সীমান্তবর্তী লাগোয়া এলাকাগুলিতে নিজেদের সামরিক গতিবিধি বাড়িয়ে দিয়েছে লাল ফৌজ। গত বছর ২৯/৩০ আগস্ট মাসে হিমালয়ের কৈলাস রেঞ্জের যেসকল এলাকা ভারতীয় সেনাবাহিনী নিজেদের দখলে নিয়েছিল। সেই সকল সামরিক চৌকিগুলির আসেপাশে বিপুল পরিমাণে ট্যাঙ্ক মোতায়েন করেছে চিন। পূর্ব লাদাখের এলএসিতে সামরিক আগ্রাসনের পাশাপাশি চিনের নতুন ষড়যন্ত্রRead More →