আমের চারা তৈরির ক্ষেত্রে এখনও পর্যন্ত স্থানীয় জাতের আমের বীজ থেকে প্রস্তুত চারা বা এলাগাছ (Rootstock)-ই ব্যবহার হয়। সাধারণভাবে অবর্ণিত স্থানীয় আমের পরিপুষ্ট, শাঁসবহুল আঁটি ব্যবহার করাটাই রেওয়াজ। ক্যানিং ফ্যাক্টরির সতেজ ও খোসাহীন আঁটি অনেকে ব্যবহার করেন। নার্সারীতে এই এলাগাছগুলিই মুখ্য স্থান দখল করে থাকে। কিন্তু নানান সময়ে দেখা যায়,Read More →