একটা রাতের বিপর্যয় কতটা ভয়াবহ হতে পারে সেটা আমরা আমফানের (Amphan) সময় দেখেছি। ২০২০-র ২০ মে-র একটা রাতের সেই সুপার সাইক্লোনে (Super Cyclone ) ধূলিসাৎ হয়ে গিয়েছিল ভিটেমাটি রাজ্যের বহু মানুষের ভিটেমাটি। কলকাতার গর্বকে লণ্ডভণ্ড করে দিয়েছিল আমফান। সেই আমপান থেকে শিক্ষা নিয়েই এ বার আরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্যRead More →