সুকুমার-সত্যজিতের সুদীর্ঘ ছায়া থেকে আলোয় এলেন সুপ্রভা রায়
2023-06-01
কিছুদিন আগে পর্যন্ত ‘সুপ্রভা রায়’ নামটি গুগল করলে দেখা যেত, ছবি হোক বা লেখা, কখনো তিনি স্বামীর (সুকুমার রায়) সঙ্গে, কখনো সন্তানের (সত্যজিৎ রায়) সঙ্গে, কখনো আবার পূত্রবধূর (বিজয়া রায়) সঙ্গে। প্রত্যেকেই তাঁর আপনজন, তাঁদের সঙ্গে জুড়ে থাকবেন এ তো স্বাভাবিক ঘটনা। তবুও, তাঁকে নিয়ে আলাদা করে কথা বলার মতোRead More →

