লোক-শিক্ষক শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন, সাপের মুখে বিষ আছে; সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না, কিন্তু যখন অন্যকে খায়, তখন বিষ লাগে। ভগবানের মায়ায় ভগবান নিজে মুগ্ধ না হয়ে অন্যকে সে মায়ায় মুগ্ধ করেন। মায়ায় মুগ্ধতায় কি আমরা ভুলে গেলাম, শ্রীরামকৃষ্ণ ‘রাম’-এর উপাসকও ছিলেন! কী মায়ায় ভুলে গেলাম,Read More →