সরস্বতী পুজো মানেই ঠাকুরের কাছে বইখাতা দিয়ে পড়াশোনার ছুটি। বিদ্যাদেবী ওই দুদিন সব বইখাতা নেড়েচেড়ে আশীর্বাদ করে দেবেন। তাঁর আশীর্বাদের জোরেই অঙ্ক পরীক্ষায় পাশের গণ্ডি উৎরে যাবে। ইংরাজিতে টেন্স ভুল হবে না। তাই পরীক্ষায় পাশ করতে জিভ দিয়ে জল গড়ালেও কুল খাওয়া চলবে না। ছোটোবেলা থেকে এই ধারণাই গড়ে ওঠেRead More →