রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন, অরবিটারই কি পারে হারিয়ে যাওয়া বিক্রমকে খুঁজে আনতে?
চাঁদের আঁধার দিক কি আড়ালেই থেকে গেল? সত্যি সত্যিই কি হারিয়ে গেল ল্যাল্ডার ‘বিক্রম?’ চাঁদের মাটি ছুঁতে পারেনি চন্দ্রযান ১। চাঁদ মুলুকে পৌঁছনোর আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। তবে ‘মৃত্যু’র আগে চাঁদে জলের অস্তিত্বের ইঙ্গিত দিয়ে গিয়েছিল। প্রথম চন্দ্রাভিযানের সেই ব্যর্থতা ধুয়ে মুছে সাফ করে দিতেই এই ভারতের এই দ্বিতীয় চন্দ্রযাত্রা।Read More →