শীর্ষ আদালত বলেন, সমস্ত রাজ্য তাঁদের নির্দেশ মেনে NCPCR পোর্টালে তথ্য ভাগ করে নিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই এই আদেশে এখনও কর্ণপাত করেনি
2021-06-08
সুপ্রিম কোর্টে (Supreme Court) করোনায় অনাথ হওয়া সন্তানদের দেখভাল আর চাইল্ড শেল্টার হোমগুলোকে করোনার সংক্রমণ থেকে বাঁচানোর ব্যবস্থা করার দিশায় শুনানি হয়। শীর্ষ আদালত নিজে থেকেই এই ইস্যুটি তুলে ধরেছে। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যগুলোকে নির্দেশ দিয়ে বলেছিল, করোনায় অনাথ হওয়া বাচ্চাদের তথ্য জোগাড় করে জাতীয় শিশু সংরক্ষণ কমিশন (NCPCR)-এর পোর্টালেRead More →