জোটের জট অব্যাহত, আজই সরকার ভাঙতে পারেন কুমরাস্বামী
2019-07-11
ঘোর সঙ্কটে কর্নাটকের কুমরাস্বামী সরকার৷ জোটের শরিক কংগ্রেস মন্ত্রী ও বিধায়কদের পদত্যাগের হিড়িক৷ সমর্থন প্রত্যাহার করেছে দুই নির্দল বিধায়কও৷ স্পিকারের মরিয়া চষ্টাও ব্যর্থ হওয়ার জোগাড়৷ কার্যত সংখ্যালঘু কংগ্রেস জেডিএস জোট সরকার৷ এই অবস্থায় ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্র৷ মনে করা হচ্ছে সেখানেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন তিনি৷ বুধবারই কংগ্রেসRead More →