ষোলোর ষোলোয়ানা, আর ঘুমিওনা কলকাতা গোপাল কেবল সুবোধ হলেই চলে না,দুর্দম, ডানপিটে, বামপিটেও হতে হয়;পিটিয়ে ছাতু করার পরও সুবোধ,তবেই না গোপাল!৪৬-এর গোপালকে আজো খুঁজি —হোদল কুতকুতে গ্ল্যাক্সো বেবীর দল সব,গাছে চড়েনি, বনের বেজী বন্ধু হয়নি,এঁদো পুকুরের ভেলায় চাপেনি,চাঁটি মারলে ঘুঁষি মারে নি!আর সুবোধের নামে তো মোল্লা-গোস্তধরমতলায় ধরম ভাজে!হ্যাঁ, গোপাল ছিল বটে!Read More →