সারদা মায়ের চন্দনা পাখিটি।
তিনি বিশ্বমাতা। তিনি সৎ-এর মা, অসৎ-এরও মা। তিনি শরতের মা, আমজাদেরও মা। তিনি জগজ্জননী! তাই তিনি পশুপাখিরও মা। মা সারদার স্নেহ-আদর থেকে বঞ্চিত হয় নি মনুষ্যেতর প্রাণীরাও। এমনই স্নেহময়ী! মায়ের এক পোষা চন্দনা ছিল। তিনি তার নাম দিয়েছিলেন ‘গঙ্গারাম’। এতই আদর দিয়েছিলেন, এতই যত্ন করতেন, পানটুকুও চিবিয়ে দিতে হত। নইলেRead More →