শ্রীনগরের উপকন্ঠে জঙ্গি হামলায় মৃত দু’জন জওয়ান, আহত ৩ জন
2020-10-05
সন্ত্রাসবাদী হামলায় ফের রক্ত ঝরল কাশ্মীরে। সোমবার শ্রীনগর জেলার উপকণ্ঠে পাম্পোরে এলাকায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর দু’জন জওয়ান। এছাড়াও ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সোমবার পাম্পোরে এলাকার তাঙ্গান বাইপাসের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর ১১০ ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টিতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা চালানোরRead More →