অষ্টমীর শেষ ও নবমীর শুরুর তিথিকে দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণ ধরা হয়। ওই সময় ঘটা করে সন্ধিপুজোয় অংশ নেয় বিশ্ব সংসার। বলা হয়, যত্ন নিয়ে এই পুজোর উপাচার মানলে মহাফল লাভ হওয়া নাকি সময়ের অপেক্ষা। পুরাণ মতে, সন্ধিপুজো দুর্গাপুজোর অতি গুরুত্বপূর্ণ সময়। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমী শুরুর ২৪ মিনিট অর্থাৎRead More →