শুক্রে তিনি শেঠ লক্ষ্মণের মঞ্চে সংবর্ধনা নিতে, শনিতে তাঁর নামাঙ্কিত হাসপাতাল উদ্বোধনে অভিষেক! কে ‘গুপ্ত’ জগন্নাথ
2025-04-12
শুক্রবার তিনি বজবজ থেকে হলদিয়া গিয়েছিলেন। প্রাক্তন সিপিএম সাংসদ তথা অধুনা কংগ্রেসি লক্ষ্মণ শেঠের শিক্ষা প্রতিষ্ঠান তাঁকে সংবর্ধনা দিল। সম্মান নিয়ে সন্ধ্যার পরে ফিরেছেন বজবজে। ফেরাটা জরুরি ছিল। শনিবার তাঁকে যেতে হবে উত্তর ২৪ পরগনার সোদপুরে। সেখানে তাঁরই নামাঙ্কিত নতুন হাসপাতালের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ গুপ্ত। ২৪ ঘণ্টারRead More →