ইতিহাসের শহরে সকাল থেকে সন্ধ্যা, শীতের কালনায় পৌঁছে পিছিয়ে যান কয়েকশো বছর!
2024-12-29
কালনাকে বলা হয় ‘মন্দিরের শহর’। কালনায় গিয়ে পড়লে বুঝবেন, একটুও বাড়িয়ে বলা হয় না। বরং কালনার আরও একটি নাম হতে পারে ‘ইতিহাসের শহর’। হুগলি এবং নদিয়ার কোল ঘেঁষা পূর্ববর্ধমানের মফস্বলী গন্ধওয়ালা ওই শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র মন্দির আর তার ইতিহাস। কলকাতা থেকে গাড়িতে ঘণ্টা দু’য়েকের দূরত্বে ওই শহরে পৌঁছলেRead More →