একসময় ঘাটমাথা এবং কোকনের গিরিপথ শিব্বা রাও ও তাঁর নির্মিত সৈন্যবাহিনীর অশ্বখুরের শব্দে দিগ্বিদিক বিকীর্ন করত।শিব্বা রাও ষোড়শ বৎসর বয়ঃক্রম হতেই স্বীয় ক্ষমতা স্থাপনের নিমিত্ত প্রকাশ্যভাবে কার্য করতে শুরু করেন। এই সময় হতে তিনি ধীরে ধীরে লোকবল সংগ্রহ করে ভাবী মহাযুদ্ধের আয়োজন করতে লাগলেন। বালকগন সাধারণত যে বয়ঃক্রমে ক্রীড়া করেRead More →