ইসকন ভক্তদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় কমেডিয়ান শারলিন কৌরের (Charlene Kaur) বিরুদ্ধে FIR দায়ের করলো ইসকন। পাশাপাশি ওই কমেডি প্রোগ্রামকে প্রচার করা কোম্পানি সেমারুর বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে। ইসকনের সহ সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাধারমন দাস উল্লেখ করেছেন, ইসকনকে বদনাম করতে এই কাজRead More →