শহরের আবছা হয়ে যাওয়া স্মৃতির সওয়ারি ‘দোহার’, ট্রামে চড়ে গানের সফর শুরু ২৫তম বর্ষের
2023-08-05
লোকগীতি মানেই মাটির টান। শিকড়ের কাছাকাছি যা কিছু, তা-ই গান হিসাবে বার বার উঠে এসেছে লোকসঙ্গীতের পরম্পরায়। সেই পরম্পরাকেই গত দুই যুগ ধরে ধারণ ও বহন করে এসেছে ‘দোহার’। পথচলতি মানুষ এখনও যাকে কালিকাদার গানের দল বলে চেনেন। ‘দোহার’-এর সেই প্রাণপুরুষ কালিকা প্রসাদ ভট্টাচার্য ইহলোক ত্যাগ করেছেন বছর ছয়েক আগে।Read More →