যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল ও রোইং-এর ব্লুজ শর্মি সেনগুপ্ত ময়দানের এক সুপরিচিত ব্যক্তিত্ব। বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব। স্কুলে পড়ার সময় ছিলেন সাঁতারের জাতীয় প্রতিযোগী। এর পর টানা ৫ বছর ছিলেন রোইংয়ের জাতীয় চ্যাম্পিয়ন। চিন, হংকংয়ে গিয়েছেন প্রতিযোগী হয়ে।এশীয় প্রতিযোগিতায় বেশ কিছু পুরস্কার পেয়েছেন। এমএ, বিএড শর্মির স্বামী শিবপুর বিই কলেজের প্রাক্তনী, চাকরি করেনRead More →