কুয়াশায় ঢাকা সকাল, বেলা বাড়লেই ঝকঝকে রোদ আর কনকনে ঠান্ডা। এ বছর এরকমই চলছে। প্রতি বছরই জানুয়ারির এই সময়টায় দেশ জুড়ে ভালোই ঠান্ডা পড়ে। ‘ভালো’ মানে কখনও কখনও তা মারণ ঠান্ডাও। এইরকম মারণ ঠান্ডা বিশেষ করে পড়ে উত্তর ভারতে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে এমন সাংঘাতিক শৈত্যপ্রবাহ বয়ে যায় যে, তাতে স্বাভাবিকRead More →