বড় সুখবর! লোকালে না হলেও চালু হচ্ছে ইন্টারসিটি, কাল থেকেই টিকিট কাটা শুরু
2021-06-19
শীঘ্রই চালু করে দেওয়া হবে ইন্টারসিটি এক্সপ্রেস। ইতিমধ্যেই ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে মিলেছে প্রয়োজনীয় অনুমতি। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই চলতে শুরু করবে এই সব ট্রেন। যে সব ট্রেনের পরিষেবা আগামী সপ্তাহের মধ্যে চালু হবে, তার মধ্যে আছে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কলকাতা-শিলঘাট, হাওড়া-রাঁচী শতাব্দী, কলকাতা-বালুরঘাট, হাওড়া-আসানসোল, কলকাতা-লালগোলা, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেসের মতো ট্রেন।Read More →

