লেকের ধারে মাত্র ৫ কিমি গভীরে ভূমিকম্পের উৎস! ৪ মাত্রাতেও কেন এত কম্পন, ত্রস্ত দিল্লিবাসী
2025-02-17
ঘড়ির কাঁটায় ৫টা ৩৬ মিনিট। ভোরের আলো ফুটলেও তখনও ঘুম ভাঙেনি রাজধানীর। আচমকা কেঁপে উঠল মাটি। মনে হল যেন, মাটির নীচ দিয়ে হেঁটে চলেছে কোনও দানব! কম্পনের তীব্রতা বুঝে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন দিল্লির মানুষ। সকলের চোখেমুখে আতঙ্ক। পরে জানা গেল, ভূমিকম্প হয়েছে। তবে রিখটার স্কেলে তার মাত্রা মাত্র ৪।Read More →