‘লক্ষ্য সোনার বাংলা’ বলতে কী বোঝানো হয়েছে?
‘সোনা’ বলতে কী বুঝি? সোনা মানে উত্তম গুণ, সোনা মানে শ্রেষ্ঠত্ব৷প্রাচীন বঙ্গের নিদর্শন চর্যাপদে পাচ্ছি — “সোনা ভরিতী করুণা নাবী/রূপা থোই নাহিক ধাবী।” সোনায় নৌকো ভরেছে, রূপার জন্য আর স্থান নেই।আমরা বলি ‘সোনার ছেলে’, ‘সোনার মেয়ে’। লৌকিক ছড়ায় শিশু হয়ে যায় ‘সোনা’। সেই রকম সোনার মাটি, সোনার ফসল, সোনার গৌর।Read More →