কানাডা ওপেনের সেমিফাইনালে সিন্ধু, লক্ষ্য, পদকের আশা জাগাচ্ছেন দুই ভারতীয় খেলোয়াড়
কানাডা ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠে গেলেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী সিন্ধু চার বারের সাক্ষাতে প্রথম বার হারালেন ফাং জিয়েকে। ২১-১৩, ২১-৭ গেমে জিতেছেন সিন্ধু। অন্য দিকে, লক্ষ্য সেনকে তিন সেটে লড়াই করতে হল জেতার জন্যে। তিনি জার্মানির জুলিয়েন কারাগিকে হারালেন ২১-৮, ১৭-২১, ২১-১০ গেমে। সেমিফাইনালে সিন্ধুরRead More →