রামনবমীর মিছিলে দুষ্কৃতী হামলা, ঘটনাস্থলে লকেট ও দেবজীৎ
2019-04-22
রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে চন্ডীতলা থানার কাপাসাড়িয়া এলাকায়। এই ঘটনায় কাপাসাড়িয়া, আহ্লাদীমোড় ও বড়তাজপুর এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বড়া তেলিয়া মোড়ের তিসা এলাকা থেকে রামনবমীর একটি মিছিল বেড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ফের তিসা এলাকায়Read More →