ইতিহাস তৈরি করতে চলেছে ভারতের ‘মিশন গগনযান’ (Gaganyaan)। ২০২২-২৩ সালের মধ্যে চার নভোশ্চর-সহ মহাশূন্যে পাড়ি দেবে মহাকাশযান। এর জন্য রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছিলেন চার ভারতীয় নভোশ্চর। সম্প্রতি তাঁদের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে মস্কো। এবার প্রশিক্ষণের শেষ ধাপ সম্পূর্ণ হবে এদেশের মাটিতেই। এছাড়া, আগেই ‘মিশন গগনযান’ নিয়ে ভারতের দিকে সাহায্যের হাতRead More →