১৯১৯ সাল। রাওলাট আইনের প্রতিবাদে দেশজুড়ে তখন চলছে প্রতিবাদ। এমন সময়ই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের মাঠে জড়ো হয়েছিলেন বহু মানুষ। শান্তিপূর্ণ সমাবেশ ছিল সেটা; নিজেদের প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন একসঙ্গে। তার ওপর দিনটি ছিল পাঞ্জাবী নববর্ষ বা বৈশাখীর। খানিক পরেই ছবিটা গেল বদলে। শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগ বদলে গেল হাহাকার আর আর্তনাদে। চারিদিকে রক্তেরRead More →