সোজা কথা সিব্বালের, সিএএ অমান্য করার অধিকার কোনও রাজ্যের নেই
2020-01-19
ঐতিহাসিক রামচন্দ্র গুহ গাঁধি পরিবারের সমালোচনা করে ইতিমধ্যেই চেনা মাঠে অচেনা খেলেছেন, এবার তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন বিশিষ্ট আইনজীবী, কংগ্রেস নেতা, প্রাক্তন আইন মন্ত্রী কপিল সিব্বাল। অবশ্য কপিল যা বলেছেন তা সংবিধানেরই কথা, উল্লেখযোগ্য বিষয় এই যে তিনি সেটি প্রকাশ্যে বলেছেন। সাহিত্য সভায় সিব্বাল বলেছেন, কোনও রাজ্যেরই অধিকার নেই সিএএRead More →