দিল্লি সহ এই পাঁচ রাজ্য থেকে বিমানে বাংলায় এলেই লাগবে RTPCR Covid Negative রিপোর্ট, জারি নির্দেশ
2021-04-24
পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসা বিমানযাত্রীদের জন্য় করোনার আরটি- পিসিআর টেস্ট (RT-PCR Test) বাধ্যতামূলক করল রাজ্য সরকার৷ এ দিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত এবং ছত্তীসগড় থেকে বিমানে কলকাতা বা রাজ্যের কোনও বিমানবন্দরে নামলে করোনার আরটি- পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে৷ আগামী ২৬ এপ্রিলRead More →