ছ’বছর পর ফুটবলে ভারতসেরা বাংলা, রবি হাঁসদার গোলে ফাইনালে কেরলকে হারাল সঞ্জয় সেনের দল
2024-12-31
ফুটবলে আবার ভারতসেরা বাংলা। ছ’বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। এই নিয়ে ৩৩ বার ট্রফি এল বাংলায়। ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরসুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা। দু’বারই টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। এ বার সেই কেরলকে হারিয়েই ৩৩তম বার চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল। ২০১৬-১৭ মরসুমের পর আবার ফুটবলেRead More →