যুদ্ধবিমানের চেয়ে অনেক উঁচুতে ওড়ে, নজর রাখা ছাড়া আরও বহু গোপন কাজ করে গুপ্তচর বেলুন
2023-02-06
আমেরিকার আকাশসীমায় ঢুকে পড়েছিল চিনের ‘নজরদারি’ বেলুন। পেন্টাগন দাবি করেছিল, আমেরিকার ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলির উপর নজরদারি চালাচ্ছে চিন। শনিবার সেই বেলুটিকে গুলি করে নামায় আমেরিকা। অভিযোগ অস্বীকার করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চিনও। কিন্তু কী এই ‘নজরদারি’ বেলুন? কেমন করে কাজ করে সেটি? ছবি: সংগৃহীত। ০২১৬ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শত্রু দেশেরRead More →