অভিজাত বালিগঞ্জ প্লেস। শেষ দুপুরের নিঝুম। গলি ক্রিকেট, বাচ্চাদের হইচই। ওরা ঘাড় নাড়ে। কঠিন ছিল প্রশ্ন। একটু এগোতে চায়ের দোকান। ঝিমোচ্ছে। বেঞ্চে খদ্দের নয়, পাড়ার লোকজন, বোঝা যায়। জিজ্ঞেস করতেই দেখিয়ে দেন, সামনের বাঁদিকের গলি। ঘুরেই দ্বিতীয় বাড়িটা। আশপাশের বড়ো বাড়ি আলো শুষে নিয়েছে। একটা ক্যানভাসের মতো আকাশ আর গাছপালা।Read More →