পুলওয়ামা হামলার এক বছর, শহিদদের স্মরণে মেমোরিয়াল উদ্বোধন
2020-02-14
আজ পুলওয়ামার বর্ষপূর্তী। নাশকতার সেই দগদগে স্মৃতি আজও রয়ে গিয়েছে প্রত্যেক ভারতীয়ের মনের গভীরে। ২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-এ-মহম্মদ হামলা চালায়। প্রাণ হারান ৪০- এরও বেশি জওয়ান। পুলওয়ামার পর থেকেই সীমান্ত উত্তাপ কয়েকগুণ বেড়েছে। অন্যদিকে শহিদ জওয়ানদের পরিবারের পক্ষ থেকে ফের দাবি জানানো হয়েছে, অপরাধীদের খুঁজে বের করে তাঁদেরRead More →