কবির বাড়িতে গেলেন মঈনুদ্দীন। শুনলেন, ওপরের কামরায় বুলবুলকে শুইয়ে রাখা হয়েছে। তার ভীষণ জ্বর। মঈনুদ্দীন লিখেছেন, ‘মনের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। কেন, জ্বর তো অনেকেরই হয়। এ জন্য আমার মন এমন করছে কেন?’ একটু পর নজরুলের শাশুড়ি এসে আগের দিনের ঘটনা জানতে চাইলেন। শুনে অমঙ্গল আশঙ্কায় বারবার মাথা নাড়তেRead More →