শুরু হয়েছে মালয়েশিয়া ওপেন। কিন্তু প্রথম দিনেই থমকে গেল বহু ম্যাচ। ছাদ দিয়ে জল পড়ছে। যে কারণে ম্যাচ থামিয়ে দিতে বাধ্য হন আয়োজকেরা। থেমে যায় ভারতীয় শাটলার এইচএস প্রণয়ের ম্যাচও। প্রথম রাউন্ডে হেরে গেলেন অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন। মালয়েশিয়া ওপেনের প্রথম দিনে প্রণয়ের ম্যাচ ছিল কানাডার ব্র্যায়ান ইয়াংয়ের বিরুদ্ধে। অলিম্পিক্সেরRead More →