পশ্চিম ইউক্রেনের শহর লভিভ। যে শহরে কান পাতলেই শোনা যায় বোমারু বিমান উড়ে যাওয়ার শব্দ। থেকে থেকেই বেজে ওঠে সতকর্তামূলক সাইরেন। এই মাসে দু’য়েকে যে শহর দেখে নিয়েছে অনেক কিছু— বিচ্ছেদের যন্ত্রণা, মৃত্যুর হাহাকার, নষ্ট শৈশব। এত কিছুর পরেও সেই শহরে বন্ধ হয়নি সংস্কৃতির চর্চা। বরং সেই চর্চার মধ্যে দিয়েইRead More →