প্রতাপ সিংহ যখন মেবারের রানা, ভারতবর্ষের সম্রাট তখন বিদেশী আকবর। মারওয়ার, যোধপুর, জয়পুর ইত্যাদি রাজপুতানার যাবতীয় রাজ্য জালালউদ্দিন আকবরের বশ্যতা স্বীকার করে নিয়েছে, মোগলসম্রাটকেই তাদের সম্রাট বলে মেনে নিয়েছে। বাকি শুধু একটি ক্ষুদ্র রাজ্য। সে হল ওই মেবার।কিছুতেই তাকে বাগে আনতে না পেরে আকবরের ভয়ানক জেদ চেপে গেছে-ছলে-বলে-কৌশলে যেভাবেই হোকRead More →