প্লাজমা, পোয়েম আর প্রেয়ার কী একসূত্রে গাঁথেনি জগদীশ, রবি ঠাকুর আর স্বামীজিকে?
2019-09-11
নদীকে জিজ্ঞাসা করিতাম, ‘তুমি কোথা হইতে আসিতেছো?’ নদী উত্তর করিত, ‘মহাদেবের জটা হইতে।’ তখন ভগীরথের গঙ্গা আনয়ন বৃত্তান্ত স্মৃতিপথে উদিত হইত। (অব্যক্ত: ভাগীরথীর উৎস-সন্ধানে) ‘অব্যক্ত’ যখন পড়ি মনে হয়, জগদীশ চন্দ্র-ই বুঝি ভগীরথ! তিনি গবেষণাগারের জটিল জটা থেকে ‘গঙ্গা’ নামক জ্ঞানসমুদ্রকে মর্ত্যবাসী মানুষের কল্যাণে বইয়ে দিয়েছেন। তিনি তো বলেইছেন, “TheRead More →