তৃতীয় পর্ব সালটা ১৭৯৪। নীলকুঠির ম্যানেজার হিসেবে ঘুমন্ত মদনাবতীতে সপরিবারে হাজির হয়েছিলেন উইলিয়াম কেরী। তিনি মদনাবতী গ্রামেই কাটিয়েছিলেন পাঁচ বছর। ১৭৯৯ সালে মদনাবতী গ্রাম ছেড়ে তিনি চলে যান শ্রীরামপুরে। তবে রেখে গিয়েছিলেন অনেক স্মৃতি। আজও তাঁর স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই গ্রামে। তিনি নিজেই টিন কেটে তৈরি করেছিলেন বাঙ্গালা হরফেরRead More →