দ্বিতীয় পর্ব পূর্ব পর্বের পর অপর একটি জনশ্রুতি তথা ইতিহাস এই আলোচনায় আমরা আনব। বল্লাল সেনের শ্বশুরের নাম ছিল মদন হাঁড়ি, তাঁর বসবাস সূত্রে মদনবাটি থেকে মদনাবতী নামটি এসেছে। ঢাকুর গ্রন্থ সাক্ষ্যে জানা যায় যে বল্লাল সেন জনৈক ডোমকন্যার রূপে মুগ্ধ হয়ে তাঁকে স্ত্রী রূপে গ্রহণ করেন । ফলে, লক্ষ্মণRead More →