সকাল থেকে নির্বিঘ্নেই ভোট চলেছিল উপত্যকায়। সংঘর্ষ বা গোলমালের কোনও খবর মেলেনি।এমনকি বারামুলা লোকসভা কেন্দ্রের বান্দিপোরায় একটি বুথের বাইরে নাচানাচি করতেও দেখা গিয়েছে এক ব্যক্তিকে। সব মিলিয়ে নির্বাচনের প্রথম দিন বেশ উৎসবের মেজাজই ছিল উপত্যকায়। কিন্তু ভোট শেষের পরই চেনা ছবিটা বদলে গেল। জনতা-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কাশ্মীরের হান্দোয়ারা।Read More →