কেমনে শুধিব বলো তোমার এ ঋণ। এ দয়া তোমার, মনে রবে চিরদিন। যবে এ হৃদয়মাঝে ছিল না জীবন, মনে হ’ত ধরা যেন মরুর মতন, সে হৃদে ঢালিয়ে তব প্রেমবারিধার নূতন জীবন যেন করিলে সঞ্চার। গিরিতীর্থ থেকে নেমে সোজা কচ্ছের রণের মরুময় প্রান্তর। তোমার মন্ত্রবলে পাষাণ গলে,  ফসল ফলে– মরু বহেRead More →