সৌরজগতের দূরতম গ্রহাণুর অনন্য উপত্যকার নামকরণ হল বাংলা শব্দে। নিউ হরাইজনস মহাকাশযানের পাঠানো ছবি থেকে নাসার বিজ্ঞানীরা আরোকোথ নামে ওই গ্রহাণুর একটি উপত্যকার নাম দিয়েছেন ‘আকাশ’। কোনও মহাকাশযান দিয়ে মানুষের পর্যবেক্ষণ করা এখনো পর্যন্ত দূরতম গ্রহাণু আরোখোথ। প্লুটো থেকেও ১০০ কোটি কিলোমিটার দূরে কিউপার বেল্টে অবস্থিত এই গ্রহণুটি। ২০১৯ সালেরRead More →