ভারী বৃষ্টির থেকে এখনই নিস্তার নেই গুজরাতের! ঘূর্ণিঝড় সরলেও কাটছে না দুর্যোগের আশঙ্কা
আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আসনা’ ক্রমশ ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও ‘আসনা’ পশ্চিম-উত্তর দিকে সরবে। এমনই জানিয়েছে ভারতের মৌসম ভবন। কিন্তু গুজরাতের বিস্তীর্ণ এলাকায় এখনও দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের জামনগর, পোরবন্দর, দ্বারকা এবং কচ্ছের জেলাগুলিতে বিক্ষিপ্তRead More →